কুলপি: কালিচরণপুর এলাকার বাসিন্দা SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, ঘটনাস্থলে বিধায়ক সংসদ
দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের ঢোলা থানার কালিচরণপুর এলাকার SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শাহাবুদ্দিন পাইক নামে এক ব্যক্তির। শনিবার দিন আক্রান্ত হয়ে ডায়মন হারবার হাসপাতালে ভর্তি থাকার পর বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় ঘটনাস্থলে যায় বিধায়ক ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ।পরিবারের দাবি ভোটার লিস্টে স্বামী-স্ত্রীর নাম ছিল না সেই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন তারপর অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়