বারাবনী: আসানসোলে রেলের উচ্ছেদ অভিযান, পুনর্বাসন চেয়ে বিক্ষোভ
আসানসোলে রেলের উচ্ছেদ অভিযান, পুনর্বাসন চেয়ে বিক্ষোভ আসানসোল পৌরসভা ২৪ নম্বর ওয়ার্ড অন্তর্গত মহুয়া ডাঙ্গাল রেল পার লোকো কোওয়ার্টার এলাকায় আজ আসানসোল রেলওয়ে ডিভিশনের আরপিএফ এর পক্ষ থেকে প্রায় দশটি কোয়াটার ভেঙে দেওয়া হয় এখানে বসবাসকারী মানুষরা আপত্তি জানায় এবং ২৪ নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর ফানসাবি আলিয়া ঘটনাস্থলে পৌঁছান এবং তিনি এই অভিযান কে বন্ধ করেন তিনি বলেন যে একদিকে কেন্দ্রীয় সরকারের জন্য মানুষ এসআইআর নিয়ে সমস্যায় ভুগছে এরই মাঝখান