শ্রীরামপুর-উত্তরপাড়া: বৈদ্যবাটিতে প্রেমিকার বাড়িতে বোমা মারার অভিযোগে গ্রেফতার প্রেমিক ও তার বন্ধুরা, চারজনকে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ
২৮ শে অক্টোবর ছট পূজা মধ্যরাতে বৈদ্যবাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে মালির বাগান খামারডাঙা এলাকায় প্রেমিকার বাড়িতে বোমা মারার অভিযোগে গ্রেপ্তার প্রেমিক ও তার বন্ধুরা, শুক্রবার শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ১৮ থেকে ২০ বয়সী মোট চারজন যুবককে ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর চার বন্ধুই কল্যাণীতে পালিয়ে গিয়েছিল বলে জানা যায়। শুক্রবার বেলা প্রায় বারোটার পর এই চারজন যুবকদের শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করে শ্রীরামপুর থানার পুলিশ।