তুফানগঞ্জ ১: দেওচরাই GP র ৮/২৬৪ নং বুথে আয়োজিত তৃণমূলের তরফে আলোচনা সভা
মঙ্গলবার সন্ধ্যায় দেওচরাই GP র ৮/২৬৪ নং বুথে এই আলোচনা সভাটি আয়োজন করে তৃণমূল কংগ্রেস কমিটি ।উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ফারুক মন্ডল, INTTUC সভাপতি মিলন বর্মন সহ অন্যান্যরা।মূলত বুথের সম্মেলন ও SIR নিয়ে কর্মীদের সাথে আলোচনা করা হয়েছে।