ইংরেজবাজার: মুখ্যমন্ত্রীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদা টাউন হলে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক পদক্ষেপ এবং ঐকান্তিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দান ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদা টাউনে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি এই অনুষ্ঠান মালদা টাউন হলে দেখানো হয়। সেই সঙ্গে এই অনুষ্ঠান মঞ্চ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদান করা হয় মালদা জেলা প্রশাসনের উদ্যোগে। উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক প্রীতি গোয়েল, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ।