চাঁচল ১: গুরগাঁওয়ে কাজের মাঝে মৃত্যু চাঁচলের পরিযায়ী শ্রমিকের, শোকস্তব্ধ গ্রাম — পাশে পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তর
জীবিকার তাগিদে ভিনরাজ্য হরিয়ানার গুরগাঁওতে কাজে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের।আজ দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবার, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে এসে দাঁড়ালেন পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের সদস্য এটিএম রফিকুল হোসেন। পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি, আগামীতেও সব রকম সাহায্যের আশ্বাস দেন পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের সদস্য তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতির। মালদার চাঁচলের আশাপুরের ডুমরাল গ্রামের ঘটনা।