রামনগর ১: পেটুয়া মৎস্য বন্দরে রহস্যজনকভাবে নিখোঁজ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার মান্দারমনির সমুদ্র সৈকতে,ময়নাতদন্ত কাঁথি হসপিটালে
পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি দু নম্বর ব্লকের কালিকাপুর গ্রামের বাসিন্দা শেখ মনসুর পেটুয়া মৎস্য বন্দরের মাছ ধরতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান গত ২১ দিন আগে পরিবার এক মৎস্য ডলারের মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিলেন কিন্তু মনসুরের খোঁজ পাওয়া যাচ্ছিল না গত ২৮ শে অক্টোবর সমুদ্র সৈকত থেকে একটা মৃতদেহ উদ্ধার হলেও মনসুরের পরিবার দেখতে না দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল পচে গলে যাওয়া মৃতদেহ সনাক্ত করে পরিবার আজ মানাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারে