ধর্মনগর: উত্তর ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেন্ট্রাল রোড স্থিত ডি.এম অফিসের কনফারেন্স হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়
উত্তর ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ডি.এম কনফারেন্স হলে রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসবের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল দাস মহোদয়। ত্রিপুরা বিধানসভার সন্মানীয় বিধায়ক শ্রীযুক্ত যাদব লাল দেবনাথ মহোদয়, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সন্মানীতা সভাধিপতি শ্রীমতি অপর্না নাথ মহোদয়া সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা এবং দপ্তরের আধিকারিকরা।