জামবনি: SIR -র নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে চিঁয়াপাড়াতে বিশাল প্রতিবাদ মিছিল তৃনমূলর , উপস্থিত বিধায়ক
জামবনির চিঁয়াপাড়াতে প্রতিবাদ মিছিল তৃনমূলের। জানা গেছে কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার, স্বৈরাচার এবং SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগে তারি প্রতিবাদে রবিবার বিকেলে জামবনি ব্লকের চিঁয়াপাড়া থেকে চিচড়া বাজার পর্যন্ত জামবনি ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষথেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, জামবনি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ফকির মান্ডি, যুব সভাপতি হিমাংশু দত্ত।