হাসনাবাদ: টাকির PHE দপ্তরে ঠিকাদারদের বিক্ষোভ ডেপুটেশন, কাজ করে টাকা না পাওয়ায় এই বিক্ষোভ
আজ সোমবার দুপুর দুটো নাগাদ টাকি PHE দপ্তরের সামনে ঠিকাদাররা বিক্ষোভ দেখালো এবং সারকলিপি জমা দিল PHE দপ্তরের আধিকারিক এর কাছে। বিক্ষোভকারীদের যেটা মূলত অভিযোগ-বহুদিন ধরেই PHE দপ্তরের ঠিকাদাররা বহুরকম কাজ করে তার বরাদ্দ টাকা তারা পাচ্ছে না। বহুবার তারা মিলিতভাবে আধিকারিকের সঙ্গে দেখা করেছে ,বলেছে, এমনকি লিখিত আকারে জমাও দিয়েছে , কিন্তু প্রতিবারই আশ্বাস মিলেছে । তাই এবার ঠিকাদাররা একত্রিত হয়ে PHE দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো ।