আমডাঙা: গুরু নানকজীর জন্ম জয়ন্তী উপলক্ষে ব্যারাকপুর গুরদূয়ারায় আয়োজিত হলো বিশেষ প্রার্থনা সভা
গুরু নানক জন্মজয়ন্তী উপলক্ষে ব্যারাকপুর গুরুদোয়ারায় আয়োজিত হলো বিশেষ প্রার্থনা সভা, এছাড়াও এই দিন কীর্তন এবং লঙ্গরের আয়োজন করা হয় গুরুদোয়ারা কর্তৃপক্ষের পক্ষ থেকে, এই দিনের অনুষ্ঠান উপলক্ষে গুরুদুয়ারায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।