রতুয়া ১: নির্বাচনের আগে ভোট কাটোয়া হয়ে এসেছে মিম, রতুয়া থেকে কটাক্ষের সুর জেলা পরিষদ কর্মাধক্কর
মালদার রতুয়া বিধানসভা জুড়ে একের পর এক কর্মসূচি চালাচ্ছে মিম পার্টির নেতৃত্ব। কখনো যোগদান কখনো কর্মীসভা কার্যালয়ের উদ্বোধন চলছে তাদের। আরে গোটা পরিস্থিতিতে মিম পার্টি ভোটের আগে ভোট কাটোয়া হয়ে এসছে আই ইনকামের জন্য বেশ কিছু মানুষ ঘুরছে এভাবে কটাক্ষের সুর চড়িয়ে বললেন মালদা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মদক্ষ রিয়াজুল করিম বকশি।তিনি বলেন, কেউ তৃণমূল ছেড়ে তাদের সাথে যোগদান করছে না, তবুও তারা বলে বেড়াচ্ছে।ভোট কেটে রোজগার করাই তাদের একমাত্র লক্ষ্য।