ইংরেজবাজার: অমৃতির লালা পুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিনটি বাড়ির সর্বস্ব, আহত তিন জন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল মালদহের অমৃতি এলাকা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত তিনটি বাড়ির সর্বস্ব। ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকার আসবাবপত্র। ঘটনায় আহত বাড়ির একজন সদস্য সহ দুই প্রতিবেশী। আহতরা হলেন বাড়ির মালিক সারিউল শেখ এবং আগুন নিভাতে আশা দুই প্রতিবেশী নুর নবী শেখ ও ইসমাইল শেখ। ঘটনায় আহত তিনজন চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার ভোররাতে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের অমৃতির লালা পুর গ্রামে।