রতুয়া ১: রাস্তাঘাট থেকে বাড়িঘর সর্বত্রই জল ঢুকে চরম বিপদে শ্রীকান্তটোলা সহ একাধিক গ্রামের বাসিন্দারা
Ratua 1, Maldah | Sep 17, 2025 গঙ্গা ও ফুলাহার নদীর জলস্তর বাড়তে আবারো নতুন করে প্লাবিত হলো রতুয়ার শ্রীকান্তটোলা সহ আশেপাশের একাধিক এলাকা। কালিতলা এলাকার মূল রাস্তায় বড় ফাটল সৃষ্টি হতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রামের রাস্তাঘাট থেকে বাড়িঘর সর্বত্র শুধুই জল আর জল। মানুষ চরম বিপদের সম্মুখীন হয়েছে। বহু পরিবার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। রাস্তায় যান বহন চলার বদলে ঝুঁকিপূর্ণ পায়ে হেঁটে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। সরকারি ত্রাণ নিয়ে ক্ষোভ।