মঙ্গলবার থেকে শুরু হয় রাজ্য জুড়ে SIR।আর সেই মতোই রাজ্যের অন্যান্য জায়গার পাশাপশি কাঁকসা ব্লকেও বিভিন্ন এলাকায় BLO রা SIR এর ফর্ম বিলি করতে বাড়ি বাড়ি পৌঁছে যান।মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের আরা এলাকায় দেখা যায় শেষ মুহূর্তের ফর্ম বিতরণ প্রক্রিয়া।বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম হাতে দিয়ে কিভাবে ফোরাম ফিলাপ করতে হবে সেই বিষয়ে বুঝিয়ে দেন BLO রা।ফর্ম ফিলাপ হওয়ার পর ফের সেই ফর্ম তারাই নিয়ে যাবেন বাড়ি থেকে এমনটাই BLO রা জানিয়েছেন।