গোপীবল্লভপুর ১: ১১ দিনের জীবন যুদ্ধ জয় করে বাড়ি ফিরল বেলিয়াবেড়া থানা এলাকার সদ্যোজাত শিশু কন্যা
শিশু কন্যা জন্মগ্রহণ করাই তার ছিল বড় অপরাধ। শিশু কন্যার অপরাধে দুধের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাইয়ে ছিল নিজের ঠাকুমা। ঘটনায় বর্তমানে শ্রীঘরে রয়েছে ঠাকুমা। ঘটনায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে সুস্থ হয়ে বেলিয়াবেড়া থানা এলাকার বাড়ি ফিরল সদ্যজাত শিশু কন্যাটি। ঘটনায়, শিশু কন্যার পরিবার ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্সদের ভগবানের সঙ্গে তুলনা করে ধন্যবাদ জানায়।