হলদিয়া: নভেম্বর বিপ্লব দিবস উদযাপন উপলক্ষে মিছিল করল বামেরা হলদিয়া সিটি সেন্টারে উপস্থিত CPIM জেলা সম্পাদক মন্ডলিয় সদস্য
নভেম্বর বিপ্লব দিবস উদযাপন উপলক্ষে মিছিল করল বামেরা। শুক্রবার সন্ধ্যায় সিপিআইএম দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে হলদিয়ার সিটি সেন্টার থেকে গান্ধীনগর পর্যন্ত মিছিলে পা মেলান শতাধিক বাম কর্মী সমর্থক। ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক, বাম শ্রমিক নেতা বিমান মিস্ত্রি প্রমুখ।