মুরারই ১: টোটোর দাপটে নাজেহাল অবস্থা, লাগছে রোজ যানজট সমস্যায় স্থানীয়রা
রাস্তা সংকীর্ণ, পাশাপাশি রাস্তার উপর অতিরিক্ত টোটো চলার কারণ রাস্তায় লাগছে যানজট। আর সেই যানজটের মাঝে নাজেহাল হতে হচ্ছে স্থানীয়দের। ঘটনাটি বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের রাজগ্রাম থেকে পাকুড় যাবার রাস্তার ঘটনা।এদিন 3 নভেম্বর সোমবার বিকেলের দিকে সেই যানজটের চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।