আলিপুরদুয়ার ২: শামুকতলার জয়পুর এলাকায় গণ পিটুনি খেয়ে ছয় জন চিকিৎসাধীন যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে
শামুকতলা থানার জয়পুর এলাকায় মমিন পাড়ার ছয় জন যুবক এবং নাবালকে গণপিটুনি দেওয়ার পর তাদের চিকিৎসা চলছে যশোডাঙা গ্রামীণ হাসপাতালে এমনটাই দেখা গেল বুধবার রাত সাতটা নাগাদ হাসপাতালে গিয়ে। পানবাড়ী এলাকায় এলাকার যুবকদের সঙ্গে তাদের বচসা হওয়ার পর মিটে গেছে তবুও বাড়ি ফেরার পথে তাদেরকে আটকে টোটো ভাঙচুর করে ছয় জনকেই গণপিটুনি দেয়।