অযোগ্যদের তালিকা প্রকাশ না করেই শুরু হচ্ছে SSC নিয়োগ প্রক্রিয়া, ফের প্রশ্ন কলুষতার আশঙ্কায় আগামী সোমবার থেকেই শুরু হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া। রবিবার সকাল 11 টা নাগাদ জানা গেছে, এই নিয়োগে যোগ্য চাকরিহারাদের পাশাপাশি নতুন আবেদনকারীরাও অংশ নিতে পারবেন। তবে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ না করায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকের প্রশ্ন, অযোগ্য ঘোষিত প্রার্থীরাও কি এবার আবেদন করতে পারবেন?