বারাবনী: চরণপুর খোলা মুখ খনিতে অবৈধভাবে কয়লা কাটতে চাপা পড়ে মৃত্যু যুবকের শোকের ছায়া পরিবারে
চরণপুর খোলা মুখ খনিতে অবৈধভাবে কয়লা কাটতে চাপা পড়ে মৃত্যু যুবকের শোকের ছায়া পরিবারে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি থানা অন্তর্গত চরনপুর খোলা মুখ কয়লাখনিতে ধসের ঘটনা ঘটে । ইসিএলের বৈধ এই কয়লাখনিতে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যু এক যুবকের দাবি স্থানীয়দের বলে জানা যায় আজ সকালে । মৃত যুবকের নাম সৌরভ গোস্বামী বাড়ি বারাবনি থানার দোমোহানি বাজারের বাসিন্দা বলে জানা গেছে। বারবনী পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে ঘটনাটি ঘ