মথুরাপুর ২: কঙ্কনদিঘী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে SIR নিয়ে BLA দের প্রশিক্ষণ শিবিরের আয়োজন
রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের কঙ্কনদিঘী অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজ অর্থাৎ মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ SIR নিয়ে BLA দের প্রশিক্ষণ শিবির ও অঞ্চল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য উদয় হালদার ও কঙ্কনদিঘী অঞ্চলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন দে ও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আর আপনার সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।