হরিশ্চন্দ্রপুর ১: ভোট রক্ষা শিবিরের সূচনা হলো রশিদাবাদ এলাকায়,SIR নিয়ে করবে কাজ তৃণমূল নেতৃত্ব।
এস আই আর কে কেন্দ্র করে ভোট রক্ষার শিবিরের সূচনা হলো হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ এলাকায়। ব্লক তৃণমূলের সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুনের উপস্থিতির মধ্য দিয়ে এই শিবিরের সূচনা হয়। যার মাধ্যমে এলাকা জুড়ে এশার সংক্রান্ত যাবতীয় কাজ হবে। BLA এরা দলের যাবতীয় নির্দেশ কে মাথায় রেখে কাজ করবে। কোন বৈধ ভোটার যাতে বাঁদ না পড়ে সে বিষয়ে দলীয় নেতৃত্বের যা নির্দেশ সেভাবেই সমস্ত নেতাকর্মীরা কাজ চালাবে।