তমলুক: নারীর মর্যাদা রক্ষায় নারী নিগ্রহের বিরোধী নাগরিক কমিটির উদ্যোগে অঙ্গীকার যাত্রার সমর্থনের নিমতৌড়িতে পদ যাত্রা
রাজ্য তথা দেশজুড়ে ভয়াবহ নারী নির্যাতনের বিরুদ্ধে এ রাজ্যে হাজার হাজার মহিলা ৯-১৬ ডিসেম্বর অঙ্গীকার যাত্রার আহ্বান জানিয়েছেন তারই সমর্থনে আজ নিমতৌড়িতে নারী নেগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে পদযাত্রার আয়োজন করা হয় উলবেরিয়া থেকে নিমতলী এলাকায় এই পথে যাত্রা সংঘটিত হয় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ শিক্ষক অশোক বর্মনসমাজসেবী মঞ্জুশ্রী মাইতি যুগ্ম সম্পাদিকা জয়শ্রী সামন্ত। সহ অন্যান্যরা