দুবরাজপুর: দুবরাজপুরে বাউল গানের সুরে সচেতনতার বার্তা দিলেন সিভিক ভলেন্টিয়ার
দুবরাজপুরে অনন্য উদ্যোগে সড়ক নিরাপত্তা ও সামাজিক সচেতনতার বার্তা ছড়ালেন সিভিক ভলেন্টিয়াররা। প্রচলিত বক্তৃতার বদলে বেছে নিয়েছেন বাউল গানের সুর, গ্রামের মাঠে, বাজারে, জনসমাগমে বাউল গানের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন সচেতনতার বার্তা। স্থানীয় মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশের উদ্যোগে এমন সৃজনশীল প্রচার আরও মানুষের মন ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে।