বারুইপুর: বারুইপুর বংশী বটতলায় আগুনে বশীভূত তিনটি কাঠের দোকান
বারুইপুর থানার অন্তর্গত বংশী বটতলা এলাকায় বাইপাস লাগোয়া তিনটি কাঠের দোকানে বিধ্বংসী আগুন লাগে। ভোরে আগুন লাগে। খবর দেওয়া হয় বারুইপুর দমকলে। একটি ইঞ্জিন ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আদি গঙ্গা থেকে জল তুলে এখনো আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল। কাঠের দোকানে একটি গ্যাস সিলিন্ডার ছিল তা বাস্ট করে। এলাকায় জোরালো আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়। এলাকার মানুষজন এসে ভিড় করেন। প্রাতঃ ভ্রমণকারীরা ভিড় করেন। ছুটে আসেন শিখরবালি এক পঞ্চায়েত প্রধান