বালুরঘাট: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালি মন্দিরের পূজা দিয়ে বস্ত্র বিতরণ করলেন বিধায়ক
ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তার মঙ্গল কামনায় বালুরঘাটের প্রতিষ্ঠাতৃদেবী বুড়াকালি মন্দিরের পূজো দিলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ্ অশোক কুমার লাহিড়ী। বুধবার সকাল ১১ টায় বালুরঘাট বুড়াকালি মন্দিরের তিনি পুজো দেন তিনি বিধায়ক। আজ একদিকে বিশ্বকর্মা পুজো অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী জন্মদিন। সেই উপলক্ষে আজ মন্দিরের পূজা দেন ও বস্ত বিতরণ করেন বলেই জানিয়েছেন বালুঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী।