কাটোয়া ১: গোটা বিশ্বে ৫ লক্ষ ইউনিট রক্তদানের টার্গেট নিয়ে রক্তদান শিবির, কাটোয়া প্রতিবাদ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত রক্তদান মহোৎসব
অল ইন্ডিয়া তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে কাটোয়ার গোয়ালপাড়া প্রতিবাদ ক্লাব প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার বেলা তিনটে পর্যন্ত রক্তদান শিবির শেষে মোট ৩৫ জন রক্ত দান করেন। উদ্যোক্তাদের তরকে জানা গিয়েছে গোটা বিশ্বে আজকের দিনে প্রায় ৫ লক্ষ রক্তের কালেক্ট করার টার্গেট নেয়া হয়েছে। আজকের দিনটাকেই বেছে নেয়া হয়েছে সেই জন্য। উপস্থিত ছিলেন কাটয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী পৌরপ্রধান সমীর কুমার সাহা বিনোদ লাল আগরওয়াল।