খেলো ধর্মনগর ২০২৫কে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন ধর্মনগর পুরপরিষদে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ, মহকুমার শাসক দেবযানী চৌধুরী, পুরপরিষদের চীফ ইঞ্জিনিয়ার শিবশঙ্কর রায়, প্রখ্যাত সাংবাদিক সমর চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবৃন্দ।কর্তৃপক্ষ জানান, এবছরের খেলো ধর্মনগরে মোট ৪৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।