ময়না: বাকচাতে BJPনেতা খুনে গ্রেপ্তার তৃণমূল কর্মী,ধৃতকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিল NIA
পূর্ব মেদিনীপুর জেলার ময়নার গোড়ামাহাল গ্রামে BJPর বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া ২০২৩ সালে ১মে খুন হন সেই ঘটনায় বিজয় কৃষ্ণের স্ত্রী লক্ষী রানী ভূঁইয়া ৩৪ জনে তৃণমূল নেতা কর্মী নামে অভিযোগ দায়ের করে।গতকাল এনায়ে গড়সাফাতে বুদ্ধদেব মন্ডল ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে কে আটক করে নিয়ে যায় রাত নটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে বুদ্ধদেব মন্ডলকে গ্রেফতার করে নিয়ে আসে, আজ সকাল দশটা নাগাদ ধৃতকে কে নিয়ে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয় NIA