কাঁকসা: লোহা বোঝাই করা লরি হাইজ্যাকের অভিযোগে ধৃত লরি চালক,আজ মহকুমা আদালতে পেশ,মালিকের সন্ধানে পুলিশ
লোহা বোঝাই লরি হাইজ্যাক এর অভিযোগে গ্রেফতার হলো লরির চালক।ধৃত চালকের নাম বির্যু কুমার।তার বাড়ি বিহারের সংস্থিপুর এলাকায়।তাকে বিহার থেকে গ্রেফতার করে আজ দুরপুর ১টা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে গত ৭ই অক্টোবর কাঁকসার বাঁশকোপা থেকে লরিতে লোহা বোঝাই করে লরি মণিপুরের উদ্যেশ্যে রওনা দেয়।ভাগলপুর যাওয়ার পরেই লরির চালক ও খালাসি মোবাইল ফোন সুইচ অফ করে দেয়।লরিটি যে ট্রান্সপোর্ট এর মাধ্যমে লোড হয়েছিল।