বাঘমুণ্ডী: ফের মদের বিরুদ্ধে রাজ্য সড়কের কড়েং মোড়ে অবরোধ করে আন্দোলনে নামলেন মহিলারা
ফের মদের বিরুদ্ধে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে নামলেন মহিলারা। শনিবার সকালে ১০টা নাগাদ বাঘমুণ্ডি থানার কড়েং মোড়ে কড়েং গ্রাম উকাদা গ্রামের মহিলা সমিতির সদস্যরা পথ অবরোধ করে মদের বিরুদ্ধে সোচ্চার হন। বেশ কিছুক্ষন থমকে যায় যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুণ্ডি থানার পুলিশ। আলাপ-আলোচনা করে অবরোধ তোলে। অবরোধ শেষে গ্রামের বিভিন্ন জায়গা গিয়ে পুলিশ ও মহিলারা মদের ভাটিগুলিতে অভিযান চালায়।