চাঁচল ২: চাঁচলে সারা ভারত কৃষক সভার মালদা জেলা সম্মেলন, সমাবেশে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সেলিমের তোপ
সারা ভারত কৃষক সভা সংগঠনের মালদা জেলা সম্মেলন হল চাঁচলে। শনিবার বিকেলে চাঁচল সদর জুড়ে বিক্ষোভ মিছিল করা হয়। পরে বিকেল পাঁচটে নাগাদ চাঁচলের তরলতলা মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মহঃ সেলিম। তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।