ঝাড়গ্রাম: টোটোর ট্যাক্স এবং ইন্সুরেন্সের বাতিলের দাবিতে ঝাড়গ্রাম শহরের রাজপথে নেমে তীব্র আন্দোলন গড়ে তুললেন টোটো চালকরা
টোটোর ট্যাক্স এবং ইন্সুরেন্স এর বাতিলের দাবিতে ঝাড়গ্রাম শহরের রাজপথে নেমে শুক্রবার দুপুরে তীব্র আন্দোলন গড়ে তুললেন টোটো চালকরা।শুক্রবার ঝাড়গ্রাম জেলা টোটো চালক সংগঠনের উদ্যোগে ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন সংগঠনের সদস্যরা।সংগঠনের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় টোটো চালকদের কাছ থেকে রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, মাসিক ভিত্তিতে নানা অজুহাতে প্রশাসনের তরফে নিয়মিত অর্থ সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন চালকরা।