মথুরাপুর ২: আশাকিরণ হসপিটাল সংলগ্ন রাস্তারপাশে নয়নজলিতে নিয়ন্ত্রণ হারিয়ে এসে পড়লো একটি ১০৭ গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে এসে পড়ল মালবাহী একটি ১০৭ গাড়ি স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ একটি 107 গাড়ি কাশিনগর থেকে নবর দোকানের দিকে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মথুরাপুর ২ নম্বর ব্লকের আশা কিরণ হসপিটাল সংলগ্ন রাস্তার পাশে নয়ন জলিতে পড়ে যায়। তবে হতাহতের কোন খবর নেই আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।