আলিপুরদুয়ার ১: দুর্গাপুজোয় আলিপুরদুয়ারে বিকেল 4টা থেকে ভোর 4টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করলো পুলিস,জানুন বিকল্প রাস্তা
দুর্গাপুজোর কয়েকদিন আলিপুরদুয়ার শহরে বিকেল 4টা থেকে ভোর 4টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করলো পুলিস। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় ভারী গাড়ি ওই সময়ের মধ্যে আলিপুরদুয়ার শহরে ঢুকতে পারবে না।অন্যদিকে বিকেল পাঁচটা থেকে রাত দুটো পর্যন্ত ছোটো গাড়ি ও বাইক চলাচলও বন্ধ থাকবে।পুলিশের পক্ষ থেকে যে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে সেখানেও বিস্তারিত রয়েছে।