বেলডাঙা ১: গোপন সুত্রের মারফত আজ বেলডাঙ্গা শহরের একাধিক এলাকায় শুরু হয় পুলিশি টহলদারী
বম্মুক্ত মুর্শিদাবাদ গড়তে মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে বিভিন্ন থানা এলাকা জুড়ে শুরু হয়েছে জরুরী ভিত্তিক টহলদারি। দিন কয়েক থেকে লাগাতার উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ জেলার একাধিক থানা এলাকায় বোম বারুদ সহ বোমা তৈরির সরঞ্জাম। আজ বেলডাঙা থানার পুলিশের উদ্যোগে বেলডাঙা শহরের একাধিক এলাকায় শুরু হয় পুলিশি টহলদারি।