দিনহাটা ২: SIR নিয়ে আতঙ্ক কাটাতে কিসামত দশগ্রামে স্থানীয়দের অভয় দিলেন মন্ত্রী উদয়ন গুহ
SIR নিয়ে আতঙ্ক কাটাতে কিসামত দশগ্রামে স্থানীয়দের অভয় দিলেন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার দুপুর ১:৩০ মিনিট নাগাদ তিনি ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এছাড়াও SIR এনুমারেশন ফর্ম সঠিক ভাবে পূরণ করার কথাও মন্ত্রী বলেন। তিনি আরো বলেন SIR নিয়ে আতঙ্কের কিছু নেই। এদিন মন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, কিসামত দশগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অর্জুন বর্মন।