মথুরাপুর ২: রাধাকান্তপুর অঞ্চলের মহিলা সংঘ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ি তৃনমূল কংগ্রেস
রায়দিঘি বিধানসভার রাধাকান্তপুর অঞ্চল 25 বছর দখলে ছিল SUCIপার্টির তারপর চলে এলো সিপিএমের দখলে ১০ বছর সিপিএমরা অঞ্চল চালানোর পর এখন তৃণমূলের দখলে। রাধাকান্তপুর অঞ্চলের মহিলা সংঘ নির্বাচনে 13 টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩ টি আসনে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস এই জয় লাভের পর আজ ১৩ জন সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয় মথুরাপুর দু নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। সার্টিফিকেট বিতরণের পর সদস্যাদের নিয়ে আনন্দে উল্লাসে মাতেন রায়দিঘি বিধানসভার বিধায