চণ্ডীতলা ২: জি টি রোডের নেতাজী সুভাষ রোডের সামনে ভ্যান ও চারচাকা গাড়ির দুর্ঘটনায় মৃত এক
শুক্রবার জি টি রোডের নেতাজী সুভাষ রোডের সামনে ভ্যান ও চারচাকা গাড়ির দুর্ঘটনায় হিন্দমোটরের এক বাতিলদার মৃত্যু, ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ, এলাকায় শোকের ছায়া। এই বিষয়ে মৃতের দাদা জানান হিন্দমটরের দিক থেকে বালির দিকে আমার ভাই ভ্যান নিয়ে যাচ্ছিল, ঠিক তখন পেছন থেকে একটি গাড়ি এসে প্রথমে ভ্যানে থাকা সানমাইকাতে মারে তারপর ওই সান মাইকা গুলি ঘুরে ওনার বুকে অফিসে গিয়ে আঘাত করে। সেই সময় রাস্তায় পড়ে যান তিনি। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।