নলহাটি ২: শীতলগ্রামে বারো হাতের কালী পূজো উপলক্ষে নেতাজি সঙ্ঘের পরিচালনায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান
২৪ শে অক্টোবর শুক্রবার নলহাটি দুই নম্বর ব্লকের শীতলগ্রামে বারো হাতের কালী পূজো উপলক্ষে নেতাজি সঙ্ঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।গ্রামের ছেলেমেয়েদের নাচ, গান, আবৃত্তি ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠান দেখতে ভীড় জমান গ্রামবাসীরা। ২৫ বছর ধরে মহা ধুমধাম করে এই বারো হাতের কালীর পুজো করে আসছেন উদ্যোক্তারা। রাত আটটা নাগাদ সেই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়।