চাঁচল ১: মহানন্দার বুক চিরে রাতের অন্ধকারে মর্মান্তিক পরিণতি! বেআইনি যাত্রী পারাপারে ফের এক মহিলার মৃত্যু, প্রশাসনের চোখে ধুলো?
মালদহের চাঁচলের জগন্নাথপুরে ভয়াবহ নৌকাডুবি।। মর্মান্তিক পরিণতি মহিলার। রাস মেলা দেখে নদী পার করে যাওয়ার সময় মৃত্যু হল এক মহিলার। শুক্রবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে চাঁচল ১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুরে মহানন্দ নদীতে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃত মহিলার নাম রানী সাহা (৩০)। শনিবার সকাল ১০ টা নাগাদ দেহ উদ্ধার হয়েছে। তার বাড়ি ইটাহার থানার মুকুন্দপুর গ্রামে।