পাঁশকুড়া: পাঁশকুড়া পৌর এলাকায় 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পের কাজের আজ আনুষ্ঠানিক উদ্বোধন তমলুক মহকুমা শাসক
পাঁশকুড়া পৌরসভা এলাকায় 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পের কাজের আজ আনুষ্ঠানিক উদ্বোধন তমলুকের SDO দিব্যেন্দু মজুমদার। শনিবার পাঁশকুড়া পৌরসভার বিদ্যাসাগর হলে পৌরসভার আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে কন্ট্রাক্টারদের হাতে ওয়ার্ক অর্ডার তুলে দেন।আনুষ্ঠানিকভাবে পৌরসভার ৪, ১১ এবং 16 নম্বর ওয়ার্ডের একাধিক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।মোট ৩০৩ টি কাজের জন্য ৪ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান শনিবার বিকেল চারটায় তমলুক SDO।