প্রকাশ্যে গাড়িতে বসে মদ্যপান করার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। চুঁচুড়া চকবাজার এলাকায় একটি চারচাকা গাড়ির মধ্যে বসে প্রকাশ্যে দিনের আলোয় মদ্যপান করছিলেন এক ব্যক্তি এমনটাই অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। এরপরেই তারা চুঁচুড়া থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পাশাপাশি তার গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।