ময়ূরেশ্বর ২: রাস পূর্ণিমায় কীর্তনের আয়োজন কোটাসুরে
রাস পূর্ণিমা উপলক্ষে কীর্তন গানের আয়োজন করা হলো বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে। আজ রাস পূর্ণিমা, আর সেই রাস পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছরের মতো এ বছরও ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর বাজার সংলগ্ন এলাকায় কীর্তন গানের আয়োজন করলেন কোটাসুর বাজার সংলগ্ন এলাকার মানুষজন। আর আজ রাতে কোটাসুর বাজারে সেই কীর্তনের আসরে জমায়েত হয়েছে কোটাসুর বহড়া বেলুটি গঙ্গারামপুর মাধাইপুর হটিনগর সহ বিভিন্ন এলাকার মানুষ।