নলহাটি ১: জানালার গ্রিল ভেঙে কুরুম গ্রামের ১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা, CCTV-র হার্ডডিস্ক নিয়ে পালাল দুষ্কৃতীরা
জানালার গ্রিল ভেঙে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা। ব্যাংকে থাকা সিসিটিভির হার্ডডিক্স নিয়ে পালিয়েছে দুষ্কৃতকারীরা । ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কুরুমগ্রামে। তবে ব্যাংকের কোন টাকা খোয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ। বীরভূমের নলহাটি থানার কুরুমগ্রামে সরকারি হাইস্কুলের পাশেই রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আজ ব্যাংক খুলতে গিয়ে ব্যাংকের কর্মীরা দেখতে পান পিছনের দিকের জানালার গ্রিল ভাঙ্গা। সিসিটিভির তার কাটা।