বালি-জগাছা: হাওড়া উনসানি সর্দার পাড়ার ক্লাবে বসে বিলি করা হচ্ছে এ ফর্ম
স্থানীয় ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জ্বলজ্বল করছে "বাংলার ভোট রক্ষা শিবির" এবং "এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির।" আর তার ভেতর থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। এইরকমই দৃশ্য দেখা গেল উনশানির সর্দার পাড়ায়। নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছেন বিএলও রা। এরই মধ্যে রবিবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দুই নম্বর বুথে দেখা গেল অন্য ছবি।