রাধাপুর বড় আখড়া সংলগ্ন একটি ব্রীজ খুবই খারাপ অবস্থায় ছিল। পথচারী সহ এই এলাকার কৃষকরা অতন্ত কষ্টের মধ্যে দিয়ে ফসল নিয়ে আসতে হত। তাদের কথা চিন্তা করে উওর ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে ব্রীজটি রিপিয়ারিং করে মানুষের দুঃখ দুর্দশা দূর করা হয়েছে। আজ সেই ব্রিজ পরিদর্শনে যান যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ সহ অন্যান্যরা।