কোচবিহার ১: কোচবিহারের রাস মেলায় এসে মৃত্যু এক বৃদ্ধের, চাঞ্চল্য মদনমোহন বাড়ির সংলগ্ন এলাকায়
কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা এসে মৃত্যু হল এক বৃদ্ধের, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান ওই বৃদ্ধ মদনমোহন মন্দির থেকে বেরিয়ে ধর্ম সভা সংলগ্ন এলাকায় হঠাৎ করেই পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন মুখে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করে। পরবর্তীতে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম অভয় চন্দ্র রায় সরকার, বাড়ি মাঘ পালা এলাকায়।