নারায়ণগড়: নারায়ণগড়ে ভয়াবহ প্রাইভেট স্করপিও গাড়ি দুর্ঘটনা, প্রাণ বাঁচল চারজনের!
জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট স্করপিও গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চারজন বন্ধু। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোর পাঁচটা নাগাদ খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার বড়ামারা এলাকায়। জানা গিয়েছে এদিন আসানসোল থেকে চার বন্ধু একটি স্করপিও গাড়িতে করে মান্দারমনি যাওয়ার পথে নারায়ণগড় থানার বড়ামারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা বেশ কয়েকটি গাছে ধাক্কা মেরে ধান জমিনে পড়ে যায়।